হত্যা প্রচেষ্টা মামলায় দেশ টিভির এমডির দু'দিনের রিমান্ড মঞ্জুর

২ সপ্তাহ আগে
ঢাকার এক আদালত হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রবিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ আরিফ হাসানকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডের নেওয়ার আদেশ দেয়। রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় আরিফ হাসান সিঙ্গাপুরে ছিলেন এবং গতকাল (শনিবার) ধরে এনে মামলা দেয়া হয়েছে। “ওমরা হজ পালন করতে যাচ্ছিলেন তিনি। বিমানবন্দর থেকে ধরে এনে এ কাজ করেছে। আমরা ন্যায়বিচার চাই। তবে ঘটনায় তার বিন্দুমাত্র সম্পৃক্ততা থেকে থাকলে বলার কিছু নাই,” তিনি বলেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন আরিফ হাসান। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন এলাকায় অন্তত ১২৯ জন সাংবাদিককে জুলাই-অগাস্টের আন্দোলনের সময়কার ঘটনায় হত্যা মামলায় আসামী করা হয়েছে। সাংবাদিকদের নামে এভাবে হত্যা মামলা দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে বলে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।
সম্পূর্ণ পড়ুন