হতাহতদের স্মরণে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে বিশেষ দোয়া

৩ সপ্তাহ আগে
রাজধানী ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। নিহতদের স্মরণে একটি শোক বইও খুলেছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমানসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত ছিলেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। 

 

এসময় কান্নাজড়িত কণ্ঠে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে দোয়া করেন প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক। 

 

ছবি: সময় সংবাদ

 

এর আগে এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি দূতাবাসের অনেক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন। স্থগিত করা হয় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা দিবসের কর্মসূচিও। 

 

আরও পড়ুন: যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

 

অন্যদিকে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য এক মিনিট নিরবতা পালনসহ বিশেষ দোয়ার আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

]]>
সম্পূর্ণ পড়ুন