হঠাৎ কেন রোগা হয়ে গেলেন করণ জোহর, উদ্বেগে ভক্তরা!

৪ সপ্তাহ আগে
চেনাই যাচ্ছে না বলিউড প্রযোজক, পরিচালক করণ জোহরকে। জরাজীর্ণ এ তারকাকে দেখে শিউরে উঠছেন নেটিজেন ও তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়তেই তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে।

সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়না তার সোশ্যাল মিডিয়াতে করণ জোহরের সঙ্গে তোলা নিজের একটি ছবি আপলোড করেন।

 

এ ছবিতে হালকা ছাই রংয়ের শার্ট পরেছিলেন করণ। দেখতে বেশ রোগা ও অসুস্থ দেখাচ্ছিল তাকে। তাই ছবিটি বিভিন্ন মাধ্যমে দ্রুত ভাইরাল হতে শুরু করে।

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল হওয়া করণের ছবির মন্তব্যের ঘরে অনেকেই জানাতে শুরু করেছেন তাদের মতামত।

 

একজন লিখেছেন, শুনেছিলাম কড়া ডায়েট করছেন। সঙ্গে শরীরচর্চাও। কিন্তু এখানে তাকে বেশ অসুস্থ লাগছে। কোনো বড় অসুখ যেন না হয় সে প্রার্থনা করছি।

 

আরও পড়ুন: সুখবর দিলেন রাজকুমার রাও

 

আরেক জন লেখেন, আগেই তো ভালো লাগতো। হঠাৎ এইভাবে ওজন কমানোর প্রতি আসক্ত হলেন কেন বুঝতে পারছি না। অপুষ্টিতে ভুগছেন মনে হচ্ছে। প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

 

আরও পড়ুন: বিয়ের জল্পনার মাঝেই নায়িকার জন্মদিনে গিয়ে শিশু ভক্ত নিয়ে ভাইরাল সালমান!

 

এদিকে দু’মাস আগে নিজের ফিটনেস প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে করণ বলেছিলেন, আমাকে নিয়ে অনেক কথাই শুনতে পাচ্ছি। আমি কিন্তু ওজন কমানোর জন্য কোনো ওষুধ খাইনি। অনেক পরিশ্রম করছি। তাই ওজন কমছে। আর ওজন কমিয়ে আমি খুব ভালো বোধ করছি।

]]>
সম্পূর্ণ পড়ুন