হঠাৎ কেন র‌্যাঙ্কিং থেকে উধাও রোহিত-কোহলি, ব্যাখ্যা দিলো আইসিসি

১ সপ্তাহে আগে
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও তাদের অবস্থান সেরা পাঁচের মধ্যে। অথচ বুধবার (২০ আগস্ট) আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিং থেকে হঠাৎ উধাও হয়ে যায় তাদের নাম। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা মাঝে ব্যাখ্যা নিয়ে হাজির হলো আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গত সপ্তাহের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন ২ নম্বরে। ৭৫৬ পয়েন্ট ছিল তার। কোহলি ছিলেন চতুর্থ স্থানে। তার ৭৩৬ পয়েন্ট ছিল। অথচ বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তাদের নাম উধাও হয়ে যায়। তাহলে কি ওয়ানডে ক্রিকেটকেও নিরবে বিদায় জানিয়ে দিয়েছেন এ দুজন। নাকি আইসিসির প্রযুক্তিগত কোনো ভুল।

 

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি ৯-১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টি না খেলে তাহলে র‌্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে এই সময় ১২-১৫ মাস। এছাড়া কোনো ক্রিকেটার যদি কোনো ফরম্যাট থেকে অবসর নেন তা হলে সেই ফরম্যাটের র‌্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়।

 

আরও পড়ুন: এই ভারতীয় দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই

 

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে খেলছেন রোহিত ও কোহলি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন দুজন। ওই আসরে দলকে শিরোপা জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত ৯ মার্চ টুর্নামেন্টটির ফাইনাল ছিল তাদের খেলা শেষ ওয়ানডে ম্যাচ। তার পরে ভারতও কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। ফলে পাঁচ মাস দুই ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটের বাইরে। তা সত্ত্বেও কেন কোহলি, রোহিতের নাম উধাও হয়ে যায়। পরে অবশ্য আবার ফিরিয়েও আনা হয়।

 

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যখন নানা জল্পনা-কল্পনা, তখন ব্যাখ্যা নিয়ে হাজির হলো আইসিসি।

 

দুজনের নাম উধাও হয়ে যাওয়াটা নিজেদের প্রযুক্তিগত ভুল বলেই উল্লেখ করেছেন আইসিসির মুখপাত্র। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, র‌্যাঙ্কিং টেবিলে একটি ভুল ছিল। সেটি আবার ঠিক করা হয়েছে।

 

আরও পড়ুন: বাংলাদেশ সফরে শক্তিশালী দল নিয়ে আসছে নেদারল্যান্ডস

 

অর্থাৎ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে শুরুতে নাম না থাকলেও আবারো যুক্ত করা হয়েছে তাদের নাম। যেখানে ৭৫৬ পয়েন্ট নিয়ে রোহিত দুইয়ে আর ৭৩৬ পয়েন্ট নিয়ে চারেই অবস্থান করছেন কোহলি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন