হজ মুমিনের কাঙ্ক্ষিত ইবাদত

৩ দিন আগে
প্রত্যেক ইমানদারের হৃদয়ে এক সুপ্ত আকাঙ্ক্ষা থাকে একবার হলেও পবিত্র কাবা শরিফে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারবো, কাবার পাশে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসাতে পারবো, আরাফার ময়দানে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহকে ডেকে বলতে পারবো, "ইলাহি! এই আকাঙ্ক্ষা কোনো বিলাসিতা নয়; এটি মুসলমানদের জীবনে এক অন্তর্নিহিত আশা একটি লক্ষ্য, একটি দোয়া, একটি স্বপ্ন।

হজ এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি


قال رسول الله صلى الله عليه وسلم: "بُنِيَ الإسلامُ على خمسٍ: شهادةِ أن لا إلهَ إلا اللهُ، وأن محمدًا رسولُ اللهِ، وإقامِ الصلاةِ، وإيتاءِ الزكاةِ، والحجِّ، وصومِ رمضانَ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর: ১. কালেমা, ২. নামাজ, ৩. জাকাত, ৪. হজ, ৫. রমাদানের রোজা। (সহিহ বুখারি: ৮, সহিহ মুসলিম: ১৬)


কোরআনে আল্লাহ তাআলা বলেন,


আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন তাদের ওপর যারা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান, وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا. وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ.

 

মানুষের মধ্যে যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, তার ওপর আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হজ করা ফরজ। আর কেউ অস্বীকার করলে (জেনে রাখো), নিশ্চয়ই আল্লাহ বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষী নন। (সুরা আল ইমরান: ৯৭)

 


হজের ফজিলত: গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ


قال رسول الله صلى الله عليه وسلم: "مَن حَجَّ فلم يرفث ولم يفسق، رجعَ كيومِ ولدتْه أمُّهُ যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল কথা ও গোনাহ থেকে বিরত থাকল, সে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। (অর্থাৎ গুনাহমুক্ত) (সহিহ বুখারি: ১৫২১)


হজ জান্নাতের টিকিট


قال رسول الله صلى الله عليه وسلم: "الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ যে হজ মাকবুল হয়, তার প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। (সহিহ বুখারি:১৭৭৩, সহিহ মুসলিম: ১৩৪৯)


হজ কেন জীবনের স্বপ্ন হওয়া উচিত?


১. কারণ এটি আল্লাহর ডাকে সাড়া, যখন একজন হাজি বলে, لبيك اللهم لبيك (আমি হাজির হে আল্লাহ, আমি হাজির), তখন সে সরাসরি আল্লাহর আমন্ত্রণ গ্রহণ করে।


২. কারণ এটি অন্তরকে পরিশুদ্ধ করে, পাপমুক্ত একটি জীবন দিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ হয়। ৩. কারণ এটি ইমানের পূর্ণতা: হজ ইসলামের স্তম্ভ—একজন পরিপূর্ণ মুসলিম হতে এটি পরিপূর্ণতা আনে। ৪. কারণ এটি উম্মাহর ঐক্যের প্রতীক: বিশ্বের সব জাতি, ভাষা, বর্ণের মানুষ একই পোশাকে, একই ইবাদতে মিলিত হয়। হজ থেকে বিরত থাকলে সতর্কতা:


قال عمر رضي الله عنه: لقد هممت أن أبعث رجالًا إلى هذه الأمصار، فينظروا كل من كان له جدة ولم يحج، فيضربوا عليهم الجزية، ما هم بمسلمين، ما هم بمسلمين! উমর রা.বলেছেন; আমি ইচ্ছা করেছি এমন লোকদেরকে বিভিন্ন শহরে পাঠাই, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না—তাদেরকে যেন জিজিয়া দেয়া বাধ্য করা হয়! তারা মুসলমান নয়! তারা মুসলমান নয়! (বাইহাকি ফি সুনানিল কুবরা: ৪/৩৩০)



হজকে জীবনসঙ্গী করে তোলা। হজ কেবল একটি ইবাদত নয়, এটি মুমিনের জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, এক অন্তরযাত্রা। তাই আসুন, আমরা অন্তর থেকে দুআ করি.
اللهم ارزقنا حج بيتك الحرام، حجًا مبرورًا، وسعيًا مشكورًا، وذنبًا مغفورًا، وتجارةً لن تبور. آمين হে আল্লাহ!  আমাদের হজ করার তাওফিক দিন—যে হজ হবে মাকবুল, যার পরিশ্রম হবে কবুল, গুনাহ হবে মাফ, এবং হবে চিরস্থায়ী সফলতা।


 

]]>
সম্পূর্ণ পড়ুন