হজ ও ঈদুল আজহার পারস্পরিক সম্পর্ক

৩ সপ্তাহ আগে
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ইবাদত হলো হজ ও ঈদুল আজহা। এই দুটি ইবাদতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যার মূলভিত্তি হলো তাকওয়া, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য।

হজের মৌসুমে বিশ্ব মুসলিম একত্রিত হয় আরাফাতের ময়দানে, আর পৃথিবীর অন্যান্য প্রান্তে মুসলিমরা পালন করে ঈদুল আজহা। এই দুই ইবাদতের কেন্দ্রবিন্দু হলো কোরবানির ত্যাগ ও হজরত ইবরাহিম আ.-এর স্মৃতি।


হজ: আল্লাহর ঘরের দিকে আত্মশুদ্ধির সফর
হজ হলো ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এটি এমন একটি ফরজ ইবাদত, যা শারীরিক, আর্থিক ও আত্মিকভাবে সক্ষম মুমিনের জীবনে একবার পালন করা আবশ্যক।

 

আল্লাহ তাআলা বলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে চলে আসবে পদব্রজে। প্রতিটি ক্ষীণকায় উটের ওপর আরোহণ করে, যে উটগুলি প্রত্যেক দূর-দূরান্তের পথ অতিক্রম করে আসবে। যাতে তারা তাদের বহুবিধ কল্যাণের কাছে উপস্থিত হতে (ও তা অর্জন করতে) পারে  এবং নির্দিষ্ট দিনগুলিতে চতুষ্পদ গবাদি পশুর ওপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, যা তিনি তাদের দিয়েছেন। অতএব তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ-অভাবগ্রস্তকে আহার করাও।(সুরা হজ:২৭-২৮)

 

হজ একটি স্মারক ইবাদত,যা হজরত ইবরাহিম আ. ও তাঁর পরিবারবর্গের স্মৃতি বহন করে। সাফা-মারওয়া দৌড়, কাবার তাওয়াফ, মিনায় রাত্রিযাপন এবং কোরবানির মাধ্যমে সেই স্মৃতিকে জীবন্ত করা হয়।


ঈদুল আজহা এবং কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ


ঈদুল আজহার আরেক নাম ইয়াওমুন নাহার,কোরবানির দিন। এদিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কেররবানি করেন, যা হজরত ইবরাহিম আ.-এর সেই আত্মত্যাগের স্মরণে পালন করা হয়।


আল্লাহ বলেন, তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। (সুরা হজ: ৩৭)

 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন;
আশুরা দিবসে মানুষের যে আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি। (তিরমিজি:১৪৯৩)


হজ ও ঈদুল আজহার মাঝে সম্পর্ক
১. দুইটিই জিলহজ মাসের সঙ্গে সম্পৃক্ত।
২. কোরবানির মাধ্যমে সম্পর্কযুক্ত।
৩. তাকওয়া ও ত্যাগের চর্চা।
৪. সামষ্টিক চেতনার বহিঃপ্রকাশ।


হজ ও ঈদুল আজহা কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং তা একজন মুমিনের আত্মা পরিশুদ্ধ করার পথ। হজ আমাদের শেখায় কিভাবে নিজের সবকিছু ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, আর ঈদুল আজহা শেখায় কীভাবে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়। এই আত্মত্যাগই একজন মুমিনকে আল্লাহর নিকটবর্তী করে। তাই আসুন, হজ ও ঈদুল আজহার প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করি এবং এক আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করি।

]]>
সম্পূর্ণ পড়ুন