হইচই ছেলেবেলা

২ সপ্তাহ আগে
জমির শেখের আমবাগানে হব আমি গাছি। পাড়ার সবে বকবে আমায় বলবে খ্যাপা ছেলে সারা পাড়া মাথায় তুলব খানিক সময় পেলে। ক্ষণে ক্ষণে বিচার আসবে বাবা-মায়ের কাছে বাঁশের কঞ্চির দুচার ঘা পড়বে পিঠের পাছে, এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকব সূর্যমুখী হয়ে শীতলক্ষ্যায় অপমান সব যাবে জলে বয়ে। এমন করেই কাটবে বেলা বন্ধু তোরা কই রে আয় ফিরে আয় মায়ের কোলে ডাকে হইচই রে।
সম্পূর্ণ পড়ুন