হংকংকে উড়িয়ে এশিয়া কাপের মিশন শুরু আফগানিস্তানের

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে পাত্তাই দিলো না আফগানিস্তান। ব্যাটে-বলে আধিপত্য করে জয় তুলে নিলো তারা।

আবুধাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারাল আফগানিস্তান। ১৮৯ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রানে থেমেছে হংকং। আফগানদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকী ও গুলবাদিন নাইব। ব্যাট হাতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন সেদিকউল্লাহ আতল ও আজমতউল্লাহ ওমরজাই।

 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের আসরও হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে। ৮ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় আফগানিস্তান। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রশিদ খানের দল। টপ অর্ডারের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ব্যর্থ হলেও ক্রিজ আঁকড়ে রাখেন আতল। তাকে সঙ্গ দেন মিডল অর্ডারের ব্যাটার মোহাম্মদ নবি আজমতউল্লাহ ওমরজাই।

 

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল

 

৫২ বল মোকাবিলায় ৬ চার ও ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত ছিলেন আতল। ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানে নবি আর ২১ বলে ৫ ছক্কা ও ২ চারের মারে ৫৩ রান করে আউট হন ওমরজাই। তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান। হংকংয়ের হয়ে ২টি করে উইকেট নেন আয়ুশ শুক্লা ও কিঞ্চিৎ শাহ।

 

রান তাড়ায় নেমে শুরু থেকেই আফগান বোলারদের চাপে পড়ে হংকং। দলের খাতায় ২২ রান যোগ হতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি তারা। একমাত্র বাবর হায়াত কিছুটা প্রতিরোধ গড়ে তু্লেছিলেন। তবে তার ইনিংস মোটেও ছিল না টি-টোয়েন্টিসুলভ। ৪৩ বলে ৩ ছক্কার মারে ৩৯ রান করে দলীয় ৬৩ রানে তিনি আউট হন। দলের হয়ে দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে সক্ষম আরেক ব্যাটার ইয়াসিম মুর্তজা। ২৬ বলে ১৬ রান করেন তিনি। দুজনের ইনিংসে কল্যাণে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে হংকং।

 

আরও পড়ুন: ২১ বছর পর এশিয়া কাপে নেই ভারত-বাংলাদেশেরে দুই কিংবদন্তি

 

আফগানিস্তান ও হংকংয়ের গ্রুপে আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে টাইগাররা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন