সয়াবিন তেল, জেলি ও গ্লুকোজ মিশিয়ে ভেজাল দুধ বিক্রি করতেন বিশ্বজিত

৬ দিন আগে
সাতক্ষীরার আশাশুনিতে সয়াবিন তেল, জেলি ও গ্লুকোজ মিশ্রিত ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় নকল দুধ প্রস্তুতকারী বিশ্বজিত ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কচুয়া ঘোষপাড়ায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, বিশ্বজিৎ ঘোষ দীর্ঘদিন ধরে সয়াবিন তেল, জেলি ও গ্লুকোজের সঙ্গে পানি মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। এসব দুধ বাঁকা, ভালুকা চাঁদপুরে থাকা ব্র্যাকের দুধ সংগ্রহ করা পয়েন্টে বিক্রি করতেন।

 

আরও পড়ুন: সাতক্ষীরা ভেজাল দুধ-ঘি ব্যবসায়ী দুই ভাই আটক

 

তিনি আরও জানান, আজও বিক্রির জন্য সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে ১৬০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরবর্তীতে বিশ্বজিৎ ঘোষের বাড়ি থেকে ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এই অপরাধে বিশ্বজিৎ ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন বিশ্বজিৎ ঘোষ।

 

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দীপংকর দত্তসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন