মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়র দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান। পুলিশ জানায়, দুই বন্ধু ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আরোহী একবার দ্রুত বেগে, একবার ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দ্রুতবেগে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই আশিক নামে এক যুবক নিহত হন। তার বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। গুরুতর আহত হন অপর আরোহী নাঈম হোসেন। তার বাড়ি স্থানীয় পাওটানার হাটে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদারীপুরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৪
বদরগঞ্জ থানার ওসি এসএম আতিকুর রহমান সময় সংবাদকে জানান, মূলত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সড়কে রেস খেলছিল। এক পর্যায়ে দ্রুতবেগে মোটরসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আশিক নামে এক যুবক নিহত হন। নিহত দুইজনের মধ্যে একজনের নাম আশিক অপরজনের নাঈম হোসেন।