বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া পছন্দের তালিকায় শীর্ষ একটি দেশ। উন্নত নিরাপদ জীবন, মান সম্পন্ন উচ্চশিক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা ও পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়।
স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের দেশের লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর অনুমতি পান। দৈনন্দিন প্রয়োজনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেই গাড়ি কেনেন।
তবে দুর্ভাগ্যজনকভাবে বিগত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন তরুণ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম হত্যাকাণ্ডে নারীর যাবজ্জীবন কারাদণ্ড
গত দুই মাসে আলাদা দু’টি দুর্ঘটনায় এডিলেডে ও নিউক্যাসেলে তিনজন বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এতে উদ্বিগ্ন প্রবাসীরা।
অস্ট্রেলিয়ার সড়ক আইন অত্যন্ত কঠোর। তবে নতুন আসা বাংলাদেশি শিক্ষার্থীদের গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, তারুণ্যের উদ্দীপনাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন প্রবাসীরা।
]]>