সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যা!

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলা কটে হত্যার অভিযোগ উঠেছে আল আমিন (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন: দাদি কুলসুম বিবি (৮৫) ও সৎ মা শাহিদা বেগম (৪৮)। আর অভিযুক্ত আল আমিন রাজ্জাক খাঁর ছেলে।


স্থানীয়রা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। রাজ্জাক খাঁ ৩ মাস আগে সাহিদাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। কোনো কারণ ছাড়াই সে তার সৎ মা ও দাদির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তারা মারা যান।


আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী


এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। অভিযুক্ত যুবক মানসিক রোগী কি না, তা যাচাই করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন