জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ আগস্ট নবাবগঞ্জ ক্লাবে (টাউনক্লাব) কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে যারা অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এরই ফলশ্রুতিতে ৩৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য (দফতরের দায়িত্ব) বদিউজজামানের স্বাক্ষর করা কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ৫ দিনের মধ্যে জেলা আহ্বায়ক জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স
কারণ দর্শানোর নোটিশ যাদের কাছে পাঠানো হয়েছে তাদের একজন সদস্য সচিব, বাকিরা সবাই বিভিন্ন শাখার যুগ্ম আহ্বায়ক। তারা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী সাজু, আব্দুল কাদের, আলমগীর আলম চিশতী, আলমগীর আলম (এম আলম), মো. আলমগীর, তানভীর হাসান তামিম, ফারুক হোসেন, সোহেল রানা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন আক্তার, আওয়াল আলী, আনোয়ারুল শাহ টুলু, মুকুল আলী, আনা আলী, ইকবাল হোসেন শাহীন, আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, শিবগঞ্জ উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু, শামসুজ্জোহা বিদ্যুৎ, আজমল হক, রুহুল আমীন, মোহসিন আলী, শিবগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রানা আলী নাচোল উপজেলা শাখার সদস্য সচিব আরিফ আলী, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, আমানুল্লাহ, আব্দুল কাইউম, ওবাইদুর রহমান, আলাউদ্দীন, আব্দুর রহীম, আক্তার হোসেন সেলিম, গোমস্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শুভ, জিয়াউর রহমান, মোমতাজ আলী, হেলাল উদ্দীন, ভোলাহাট উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মোক্তার আহমেদ, খোদাবক্স, হাসনাত আলী, মোশারফ হোসেন নয়ন, মিরুজ্জামান মিরু।
গত বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা টাউন ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
আরও পড়ুন: বিএনপির শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় টিমপ্রধান রাসেল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর।