স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: শুটারসহ গ্রেফতার ৩

৬ দিন আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জিনাত ও বিল্লাল।

 

গ্রেফতার অভিযানে অংশ নেয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন হত্যায় অংশ নেয় আর একজন পরিকল্পনাকারী। গ্রেফতার যুবকদের মধ্যে জিন্নাত মোটরসাইকেল চালক আর বিল্লাল শুটার।

 

আরও পড়ুন: মুসাব্বিরকে হত্যায় ব্যবহার হয় ভাড়াটে শুটার

 

গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির।

 

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম।

]]>
সম্পূর্ণ পড়ুন