স্বীকৃতির পর এবার দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা ওড়াল যুক্তরাজ্য

১ সপ্তাহে আগে
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার একদিন পর, লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তেলন করা হয়েছে। যা ব্রিটেনের ঐতিহাসিক এবং দীর্ঘ প্রতীক্ষিত ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতীক।

সোমবার যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বক্তৃতা করেন। তারপরই ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। 

 

জোমলট বলেন, দয়া করে আমার সাথে যোগ দিন কারণ আমরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি। যার রঙ আমাদের জাতির প্রতিনিধিত্ব করে। কালো আমাদের শোকের জন্য, সাদা আমাদের আশার জন্য, সবুজ আমাদের ভূমির জন্য এবং লাল আমাদের জনগণের ত্যাগের জন্য।

 

আরও পড়ুন:ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় প্রতিশোধ না নিতে ইসরাইলকে হুঁশিয়ারি

  

জোমলট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির অর্থ হলো ঐতিহাসিক ভুল সংশোধন করা এবং স্বাধীনতা, মর্যাদা এবং মৌলিক মানবাধিকারের উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

 

তিনি জনগণকে মনে রাখার আহ্বান জানান যে, এই স্বীকৃতি এমন এক অকল্পনীয় ব্যথা ও যন্ত্রণার সময়ে এসেছে, যখন আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। একটি গণহত্যা যা এখনও অস্বীকার করা হচ্ছে এবং দায়মুক্তির সাথে চালিয়ে যেতে দেয়ার চেষ্টা চলছে।

 

জোমলট বলেন, যখন গাজায় আমাদের জনগণকে অনাহারে, বোমা হামলায় এবং তাদের বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা দেয়া হচ্ছে, যখন পশ্চিম তীরে আমাদের জনগণকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে, প্রতিদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ, জমি চুরি এবং শ্বাসরোধমূলক নিপীড়নের দ্বারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে তখন এই স্বীকৃতি এসেছে।


রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

 

আরও পড়ুন:দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বনেতাদের সম্মেলন আজ, ‘সার্কাস’ বলল ইসরাইল

 

সূত্র: আল জাজিরা

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন