মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোল্লা বাড়ির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভোলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, রোববার উপজেলার কামাড়পট্টিতে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত ধর্ষকদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে ‘আম জনতার’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ভোলায় স্বামীকে আটকে মারধর, স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
মিছিল চলার সময় সন্ধ্যা ৬টায় একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের মধ্যে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, ছাব্বির তালুকদার, মেহেরাব হোসেন, শামীম, মেহেদী হাসান পাটোয়ারী, কাজি হাছিব ও মমিনের নাম জানা গেছে। আহতদের মধ্য ভোলা হাসপাতালে ৫ জন ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সজিবের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়।
আরও পড়ুন: তজুমদ্দিনে ধর্ষণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে
তবে সজিবের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাব্বত খান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।