তারা আমায় দেখে না
আমি তাদের দেখি।
আমার জাগান্বিত স্বপ্নরা গড়িয়ে আনে শুভক্ষণ
স্ফুটিত হতে থাকে গুপ্ত মাইনের বুকে পুঁতে রাখা বিস্ফোরণ।
একটি গাঢ় লাল কলমের খোঁচার অপেক্ষায় বাংলাদেশ
মানচিত্রের বুকে আবার জেগে ওঠা ইতিহাস লেখার স্বপ্ন।
এ আমার স্বপ্ন
দিবাস্বপ্ন।
আমি আশায় দৃঢ় ঘূর্ণন বেঁধে
হয়ে উঠি মহা প্রলয়ংকরী।
অতঃপর,
ভেসে থাকি মুখোশচারিণীদের অন্তর্বাসে!
আমার পূর্বপুরুষের পাপ
শিথিল করার বিষ বয়ে
হয়ে উঠি শতাব্দীর নিকৃষ্ট জন্তু!
আমার কিছু স্বপ্ন আছে
শিকল পরা।