প্রতিবেদন মতে, জরিপে অংশ নেয়া ৩৩ শতাংশ মার্কিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।
ছয় দিন ধরে এই জরিপ চালানো হয়, যা শেষ হয়েছে গত সোমবার।
এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরাইলের ওপর চাপ বেড়েছে, বিশেষ করে যখন গাজায় অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: গাজা শহর দখলে আরও ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরাইল
জরিপ চলাকালে আশা করা হচ্ছিল, ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হতে পারে, যাতে কিছু বন্দি মুক্তি পান এবং গাজায় মানবিক সহায়তা সহজে পৌঁছায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) তেল আবিবের দুই কর্মকর্তা জানান, ইসরাইল এখন হামাসের দেয়া প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরাইলিকে মুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ জানিয়েছে, গাজায় মানবিক সংকট ‘অকল্পনীয় মাত্রায়’ পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
]]>