প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে সবজির দর। যার বাস্তবতা মিলছে বাজারে গিয়েও। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম।
বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা ও জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।
সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কমেছে নতুন আলুর দামও। বিক্রি হচ্ছে ২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেড়েছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। এতে কমছে দাম।
আরও পড়ুন: বাইপাইল পাইকারি মৎস্য আড়তে ইলিশের দাম কেজিতে কমলো ১ হাজার টাকা
এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় কমেছে দাম। গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজিতে।
পেঁয়াজের দাম কমতে শুরু করায় স্বস্তি জানিয়েছেন ভোক্তারা। তারা বলেন, আমদানির পরও পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না। দাম আরও কমা উচিত।
স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৭০-৫৮০ টাকায়।
মুদি বাজারেরও একই চিত্র। পণ্যের দামে খুব একটা ওঠানামা না থাকলেও দুই সপ্তাহ ধরে চড়া খোলা আতপ চালের বাজার। বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে।
]]>
৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·