ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে না ফেরার দেশে পাড়ি জমান আল্লু কানাকারত্নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া
আল্লু কানাকারত্নম সম্পর্কে আল্লু অর্জুনের দাদি আর রামচরণের নানী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। কারণ তাদের পরিবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও সংস্কৃতির ধারক ও বাহক।
আরও পড়ুন: শুটিং সেটে সারা-আয়ুষ্মানের তুমুল ঝগড়া, ভিডিও ভাইরাল!
জানা যায়, মৃত্যুর দিন বিকেলেই হায়দরাবাদে শেষকৃত্য সম্পন্ন হয় আল্লু কানাকারত্নমের। সে কারণে মৃত্যুর সংবাদ জানার সঙ্গে সঙ্গে শেষকৃত্যে উপস্থিত হতে শুটিং বাতিল করেন এ দুই সেলিব্রেটি।
]]>