ডায়ানার অভিযোগ, রোকোর আচরণ দিন দিন কর্কশ হচ্ছে। যদিও সুনির্দিষ্ট কোনো আচরণের উল্লেখ করেননি। শুরুর দিকে তিনি ভেবেছিলেন, নতুন ক্লাবের পারিপার্শ্বিকতার কারণে হয়তো এমনটি হচ্ছে। যে কারণে ডায়ানা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আর পারছেন না। এখন ডিভোর্সকেই সমাধান হিসেবে দেখছেন।
এ নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ এক ভিডিওতে কথা বলেছেন ডায়ানা। খবর গোল ডটকমের।
২৪ বছর বয়সি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিন্স বলেন, ‘আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে আমরা আলোচনা শুরু করেছি। দুভার্গ্যজনকভাবে বিয়েটা কাজ করেনি। আমরা যখন ইউরোপ আসি, তখন থেকে রোকোর আচরণ পরিবর্তন হতে থাকে। আমি ভেবেছিলাম, এটা হয়তো নতুন ক্লাবের চাপের কারণে। কিন্তু সে চাপকে কর্কশভাবে প্রকাশ করতে লাগল। এগুলো নিয়ে আমি কথা বলতে প্রস্তুত নই।’
আরও পড়ুন: মেসির ক্লাবে আরও তিন স্বদেশি—ইন্টার মায়ামি যেন আর্জেন্টাইনদের ডেরা
অ্যাতলেটিকো প্যারানেন্স থেকে বার্সেলোনায় যাওয়া রোকো ধারে এখন খেলছেন রিয়াল বেতিসে। তাকে সঙ্গ দিতে ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে জানালেন ডায়ানা। তিনি বলেন, ‘সবকিছু ছেড়েছি; বাবা-মার ঘর, বিশ্ববিদ্যালয়, চাকরি। আমি তার জন্য অন্য একটা দেশে চলে আসলাম। প্রত্যেকটা পরিবর্তনই তো অস্বস্তির। ঠিক? যাই হোক, এই ভিডিওটায় আমি সব বলতে চেয়েছি।’
এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবলারের কোনো বক্তব্য জানা যায়নি।