স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৭২ জনের প্রাণহানি

৩ সপ্তাহ আগে
স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। আকস্মিক বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়। তাছাড়া সেখানকার রেললাইন ও মহাসড়কে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়। ভ্যালেন্সিয়ার পূর্বাঞ্চলের জরুরি সেবা বিভাগ বুধবার নিহতের সংখ্যা নিশ্চিত করে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দেয়। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে তাদের বাড়িঘর ও গাড়ি থেকে সরিয়ে নেয়। কর্তৃপক্ষ মঙ্গলবার গভীর রাতে বেশ কয়েকজন নিখোঁজের কথা জানালেও পরদিন সকালে সেই সংখ্যা কয়েক ডজনে গিয়ে দাঁড়ায়। স্পেনের জরুরি সেবার ইউনিটের প্রায় এক হাজারেরও বেশি সৈন্য বিধ্বস্ত এলাকায় কাজ করছে। ভ্যালেন্সিয়ার উটিয়েল শহরের মেয়র রিকার্ডো গ্যাবালদোন জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিভিই-কে বলেন, 'গতকাল ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন।” তিনি আরও জানান, তার শহরে এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্পেন এই ধরনের শরৎকালীন ঝড়ের কবলে পড়েছে তবে, কিন্তু গত দুই দিনের ধ্বংসযজ্ঞ সেসব ছাড়িয়ে গেছে। দুর্গম অঞ্চলে অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অন্যান্য অঞ্চলের হতাহতের খবর পাওয়া যায়নি তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী কাস্তিলা লা মাঞ্চা অঞ্চলের লেতুর গ্রামের মেয়র সার্জিও মারিন সানচেজ জানিয়েছেন, ছয়জন নিখোঁজ রয়েছেন।
সম্পূর্ণ পড়ুন