স্পিরিট ধরে রাখেনি, সরকার ব্যর্থ হবেই: ফরহাদ মজহার

৪ সপ্তাহ আগে
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, এ সরকার তার স্পিরিট ধরে রাখেনি। তাই তারা ব্যর্থ হবেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত থানা প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।

 

ফরহাদ মজহার বলেন, ‘৫ আগস্টের পর জনগণের হাতে ক্ষমতা এসেছিল কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। না বুঝেই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে সরকার গঠন করা হয়েছে। এই সরকারে মূলত এই ছাত্র-জনতারই থাকার কথা ছিল। কিন্তু সেটা হয়নি, এই ভুল শুধরাতে হবে।’


প্রকলেমেশন ঘোষণা দেরিতে হলেও দেয়া জরুরি উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘এ ঘোষণায় ইউনূস সরকারও বাধা দিতে পারে না।’


আরও পড়ুন: ভারতের সঙ্গে চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর: ফরহাদ মাজহার


সংবিধান ও রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, ‘৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী, তাই এ সংবিধান বাতিল করতে হবে এবং রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এটা করতে না পারলে সফলতা সম্ভব না।’


ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার, যা করতে হবে দেশের জনগণের। এটা ভাড়া করা লোক দিয়ে সম্ভব না, নিজেদের করতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন