স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ব্রাজিলিয়ান ফুটবলার

৩ দিন আগে
আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছিলেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকুয়েতা। তার বিরুদ্ধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছিল। ২৭ বছর বয়সি ফুটবলার সেই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

একটি স্বাধীন রেগুলেটরি কমিশন পাকুয়েতাকে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তার ‍বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। ওয়েস্ট হ্যাম বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য জানিয়েছে। এফএ চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। খবর ইএসপিএনের।


পাকুয়েতার বিরুদ্ধে সন্দেহের তীর উঠে ২০২৩ সালের আগস্টে। এফএর অভিযোগ ছিল, পাকুয়েতা ২০২২-২৩ মৌসুমে চারটি ম্যাচে বাজি ধরেছিলেন। নিয়ম অনুসারে কোনো ফুটবলার, ম্যাচ কর্মকর্তা এবং কোচরা বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে পারবেন না। এটা কঠোরভাবে নিষিদ্ধ।


আরও পড়ুন: গোপনাঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে ভর্তি বার্সেলোনার সাবেক ফুটবলার


ওই চারটি ম্যাচ হল ২০২২ সালের ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়া লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম। ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচ। ২০২৩ সালের ২১ মে লিডস ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচ। সবশেষ ২০২৩ সালের ১২ আগস্ট এফসি বোর্ন মাউথ ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচেও বাজি ধরার অভিযোগ তোলা হয় ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে।


গত বছরের মার্চে পাকুয়েতার বিরুদ্ধে এই চার ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড হজমের অভিযোগ এনেছিল এফএ। ইংলিশ ফুটবলের আইনি ধারা ই-৫, এবং এফ-৩ অনুযায়ী যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত হয়। একইসঙ্গে এফ-৩ ধারা ভঙ্গের কারণে এফ-২ আইনেও অভিযুক্ত হন ব্রাজিরিয়ান তারকা।

এফ-২ ধারা তথ্য প্রদানে অসহায়তা সংক্রান্ত। অর্থাৎ পাকুয়েতা নাকি তদন্ত চলাকালে তথ্য দিয়ে পূর্ণ সহায়তা করেননি। যদিও ব্রাজিলিয়ান তারকা এই অভিযোগও অস্বীকার করেন। গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘তদন্তের প্রথম দিন থেকে আমি গুরুতর অভিযোগগুলো আমার নির্দোষতা বজায় রেখেছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন