স্নাতক ফলের ভিত্তিতে বৃত্তি দেবে সরকার, কে কত পাবেন

৪ সপ্তাহ আগে
দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানায়।


নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে হবে। প্রকাশিত গেজেটের সফটকপি নির্ধারিত ই-মেইলে পাঠানো এবং হার্ডকপি মাউশির মহাপরিচালকের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


অফিস আদেশে জানানো হয়, রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনও নির্ধারণ করা হয়েছে।
 


বৃত্তির সংখ্যা


মেধাবৃত্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৩ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন। সব মিলিয়ে মেধাবৃত্তি দেয়া হবে ১৩২টি।


সাধারণ বৃত্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১,৮৭৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯৮৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮১, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪১, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৪১ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। মোট সাধারণ বৃত্তির সংখ্যা ৪ হাজার ১২৫টি।


কত টাকা করে পাওয়া যাবে


মেধাবৃত্তি: নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১ হাজার ১২৫ টাকা করে পাবেন। এ ছাড়া এককালীন অনুদান হিসেবে ১ হাজার ৮০০ টাকা পাওয়া যাবে। বৃত্তির মেয়াদ এক বছর।


সাধারণ বৃত্তি: নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ৪৫০ টাকা করে পাবেন। এ ছাড়া এককালীন অনুদান হিসেবে ৯০০ টাকা পাওয়া যাবে। বৃত্তির মেয়াদ এক বছর।
 

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা


বৃত্তি প্রদানের শর্ত


১. মেধার ভিত্তিতে তালিকা প্রণয়ন করতে হবে।

২. শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টন করা হবে। যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে দেয়া যাবে।

৩. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে উচ্চতর শ্রেণিতে ভর্তির পরই বৃত্তি দেয়া হবে।

৪. শিক্ষার্থীর নামে অনলাইন ব্যাংক হিসাব খুলতে হবে। অন্য কারো নামে অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না।

৫. এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির সময় নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত।


মাউশি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও তা ই-মেইল ও হার্ডকপির মাধ্যমে পাঠাতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন