বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। এর আগের বৈঠকে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।
আরও পড়ুন: দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে
২০১৫ সালে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার চালু করে আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমে তৃণমূলে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার অভিযোগ এনে এর বিরোধীতা করে আসছিলেন বিশেষজ্ঞরা।
]]>