ইসলামে বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা ওয়াজিব। এটি পরিশোধ করা স্বামীর ওপর ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحۡلَۃً فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡهُ نَفۡسًا فَکُلُوۡهُ هَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا অর্থ: আর তোমরা নারীদের উপহার হিসেবে তাদের মোহর দিয়ে দাও, তারপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খেতে পার। (সুরা নিসা: ৪)
আরও পড়ুন: ওমর (রা.)-এর ইসলাম গ্রহণে আবু জাহলের অনুভূতি
দেনমোহর স্ত্রীর মূল্য নয় বরং একটি উপহার। কোরআনের আয়াতেও উপহার বলে স্পষ্ট করা হয়েছে যে এটা নারীর মূল্য বা বিনিময় নয়। কোরআনে দেনমোহর স্ত্রীকে দেয়ার নির্দেশ দিয়ে বোঝানো হয়েছে দেনমোহরের মালিক হবে স্ত্রী, তার পরিবার বা অভিভাবকরা নয়। স্ত্রীর ইচ্ছে হলে দেনমোহরে ছাড়ও দিতে পারে।
বিয়েতে যে দেনমোহর নির্ধারিত হয় তা স্বর্ণ-রৌপ্যের অলংকার, নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করা যায়। দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যয় করা বা ভরণপোষণে খরচ হওয়া দেনমোহর থেকে কর্তন করা যাবে না। দেনমোহর ও ভরণপোষণের ব্যয় দুটি স্বামীর পৃথক দায়িত্ব। বিয়ের দেনমোহর পরিশোধ করা যেমন আবশ্যক, বিবাহিতা স্ত্রীর থাকার ব্যবস্থা করা ও ভরণপোষণের ব্যয় নির্বাহ করাও স্বামীর ওপর ফরজ। মহান আল্লাহ বলেন,
عَلَی الۡمَوۡلُوۡدِ لَهٗ رِزۡقُهُنَّ وَ كِسۡوَتُهُنَّ بِالۡمَعۡرُوۡفِ অর্থ: আর বাবার ওপর ওপর কর্তব্য বিধি মোতাবেক তাদের (তার স্ত্রী বা সন্তানের মায়েদের) খাবার ও পোশাক প্রদান করা। (সুরা বাকারা: ২৩৩)
আরও পড়ুন: যে কারণে কাবাঘরের চেয়েও মুমিনের সম্মান বেশি
কারও বিয়ের দেনমোহর যদি বাকি থাকে, তা পরিশোধের আগে স্বামী মারা যায়, তাহলে তার পরিত্যক্ত সম্পদ থেকে পরিশোধ করতে হবে। এটি পরিশোধের আগে স্ত্রীর মৃত্যু হলে এর অর্থ স্ত্রীর ওয়ারিশ বা উত্তরাধিকারীদের কাছে দিতে হবে, তারা এর মালিক হবেন। তারা যে হারে ওই নারীর অন্যান্য অর্থ-সম্পদের মালিক হয়, একই হারে দেনমোহরেরও মালিক হবেন।
]]>