স্ত্রীর ডিভোর্স লেটার পেয়েই স্বামীর আত্মহত্যা

৩ সপ্তাহ আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে। নিহত রবিন একই গ্রামের আবুল খায়েরের ছেলে।

রোববার (১৫ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।


দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর পূর্বে পারিবারিকভাবে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়াল গাঁও গ্রামের নাছিমা আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মোসা. জান্নাত আরা নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকীয়া’ সন্দেহে উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে গত ছয় মাস পূর্বে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে তার বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও নাছিমা আক্তারকে আনতে ব্যর্থ হয় আজিজুল হক রবিন। দুই মাস আগে নাছিমা আক্তার তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেনি।


আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে ডিভোর্স লেটারটি দেখতে পায়। এরপর থেকে তাঁর মন খারাপ হয়ে যায় এবং সর্বশেষ শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে আজিজুল হক রবিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।


আরও পড়ুন: স্ত্রীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর


নিহত আজিজুল হক রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন, ‘দীর্ঘদিন ধরে ভাই রবিনের সাথে ভাবি নাছিমা আক্তারের ঝগড়া চলছিল। এরই জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার বাবার বাড়িতে চলে যায়। দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠায় নাছিমা আক্তার। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুইদিন আগে তিনি ডিভোর্স লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ রোববার বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।’


চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে আজিজুল হক রবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

]]>
সম্পূর্ণ পড়ুন