স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ নেয়ার জন্য শ্বশুরকে ফোন!

২ সপ্তাহ আগে
গাজীপুরে ধারালো দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। পরবর্তীতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে ফোনও করেন তিনি। এমন সংবাদ পেয়ে ওই নারীর ছোট ভাই ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুরে শ্রীপুরের কপাটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাদিরা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নজরুল ইসলামের মেয়ে‌‌। তিনি স্বামী আমিনুল ইসলামের সঙ্গে কপাটিয়া পাড়া এলাকার কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

 

এমন হত্যাকাণ্ডের ঘটনায় সকাল থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

আরও পড়ুন: গাজীপুরে ২ সন্তানকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার মা

 

পুলিশ জানায়, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পোশাক শ্রমিক নাদিরা আক্তার মরদেহ পাওয়া যায়। নিহত নাদিরা আক্তারের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় কৃষকদল নেতা নিহত

 

পারিবারিক কলহ কিংবা পরকিয়া প্রেমের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারনা স্থানীয়দের।
 

]]>
সম্পূর্ণ পড়ুন