পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যান। এক পর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার রফিকুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি মারতে শুরু করেন।
এমন পরিস্থিতিতে উপস্থিত সবাই হতবম্ভ হয়ে পড়েন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বাসহ তিনজনকে কুপিয়ে জখম
এদিকে, রেল স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করার বিষয়টি শাহরাস্তি থানা পুলিশকে জানানো হয়। শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।
জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টারকে আক্রমণ করেন।
আরও পড়ুন: সৌদিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁদপুরের কামরুল হাসান নিহত
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখত ভাবে কর্তৃপক্ষ কে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল ঘুষি মারতে শুরু করেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে, গায়ে হাত দেয়া ঠিক হয়নি।
]]>