রাজস্থান রয়্যালসের কাছে অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস হারই দেখছিল। মিচেল স্টার্ক বল হাতে আগুন ঝরালে ম্যাচ ঘুরে যায়। নিজের শেষ দুই ওভার চমৎকার বোলিংয়ে রাজস্থানকে আটকে দিয়ে ম্যাচ সুপার ওভারে নেন অজি পেসার। ম্যাচ নিষ্পত্তির এই ওভারেও বল হাতে দারুণ অবদান রাখেন তিনি দুটি রান আউট করে। সুপার ওভারে মাত্র ১২ রান ডিফেন্ড করতে পারেনি রাজস্থান।
আগে ব্যাটিংয়ে নেমে দিল্লি ৫ উইকেটে ১৮৮... বিস্তারিত