স্টারলিংকের ইন্টারনেট বিভ্রাটে বিপর্যস্ত ইউক্রেনের সামরিক যোগাযোগও

১ দিন আগে
বিশ্বব্যাপী স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বিভ্রাটের কারণে ইউক্রেনের সামরিক যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির সামরিক কমান্ডাররা। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ে স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এদিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়া এই বিভ্রাট প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

 

এ সময় ইউক্রেনের সামরিক যোগাযোগও ব্যাপকভাবে ব্যহত হয়। দেশটির একজন জ্যেষ্ঠ সেনা কমান্ডার বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর যেসব ইউনিট স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহার করে সেগুলো আড়াই ঘন্টা ধরে বন্ধ ছিল।

 

ইউক্রেনের বাহিনী যুদ্ধক্ষেত্রে যোগাযোগ এবং কিছু ড্রোন অভিযানের জন্য স্পেসএক্সের কয়েক হাজার স্টারলিংক টার্মিনালের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর কারণ গত সাড়ে তিন বছর ধরে চলমান রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে সেগুলো শত্রু বাহিনীর গুপ্তচরবৃত্তি ও সংকেত জ্যামের বিরুদেধ প্রতিরোধী প্রমাণিত হয়েছে।

 

আরও পড়ুন: বিশ্বব্যাপী স্টারলিংক ইন্টারনেট বিপর্যয়, ক্ষমা চাইলেন মাস্ক

 

ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভডি বৃহস্পতিবার রাত ১০টা ৪১ মিনিটে এক টেলিগ্রাম বার্তায় লেখেন, ‘যুদ্ধক্ষেত্রে স্টারলিংক কাজ করছে না।’

 

প্রায় ১৪০টি দেশ ও অঞ্চলে স্টারলিংকের ৬০ লক্ষেরও বেশি ব্যবহারকারী রয়েছে। কয়েক ঘণ্টা পর বিশ্বব্যাপী বিরল ইন্টারনেট বিভ্রাটের কথা স্বীকার করে স্পেসএক্স কর্তৃপক্ষ এবং এক্স বার্তায় বলে যে, ‘আমরা বিষয়টির সমাধানে কাজ করছি।‘

 

ব্রোভডি পরে ইন্টারনেট সেবার আপডেট জানিয়ে বলেন, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১টা ৫ মিনিট নাগাদ সমস্যাটি সমাধান হয়ে গেছে। তিনি আরও বলেন, এই ঘটনাটি স্টারলিংক ইন্টারনেট সেবার উপর নির্ভরতার ঝুঁকি তুলে ধরেছে এবং যোগাযোগ ও সংযোগ পদ্ধতিগুলোকে বৈচিত্র্যময় করা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

 

আরও পড়ুন: দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

 

]]>
সম্পূর্ণ পড়ুন