সর্বপ্রথম ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ এবং ২০০২ সালে ‘২৮ ডেজ লেটার’ সিনেমার সঙ্গে পরিচয় হয় দর্শকদের। সেই থেকে এ দুই সিনেমার প্রতি এখনও আগ্রহ রয়েছে দর্শকদের। যার প্রমাণ আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া দুটি সিনেমার বর্তমান বক্স অফিস সাফল্য।
জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির এবারের সপ্তম কিস্তিটি নির্মাণ করতে ১৮০ মিলিয়ন ব্যয় হয়েছে। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। সিনেমার কাহিনি গড়ে ওঠে একটি গবেষণাগারকে কেন্দ্র করে।
যেখানে গবেষকরা জানতে পারেন, ডাইনোসরদের এমন কিছু জিনগত বৈশিষ্ট্য রয়েছে যেগুলো মানবজাতির জীবন রক্ষা করতে পারে। গল্পের শেষ দিকে দেখা যায়, একটি দ্বীপে আটকা পড়ে ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন গবেষকরা।
আরও পড়ুন: শতাব্দীর ব্যয়বহুল বিয়ে সারলেন বেজোস-লরেন
অন্যদিকে ‘২৮ ডেজ লেটার’ড্যানি বয়েল পরিচালিত হরর সিনেমার তৃতীয় কিস্তি। সিনেমাটি নির্মাণ করা হয়েছে আইফোন দিয়ে। সন্তান ও মাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস। সিনেমাটি ইতিমধ্যে বিশ্বে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
আরও পড়ুন: নিজ দেশে ফিরতে পারছেন না, কী বললেন ইরানি নির্মাতা?
বাংলাদেশের হলিউড প্রেমী দর্শকদের জন্য আগামী ৪ জুলাই সিনেমা দু’টি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
]]>