বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে ‘বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (এসকেআইএলএফও বা স্কিলফো)’ কর্মসূচি দেশজুড়ে চালু করছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ। কক্সবাজারে বাস্তবায়ন করা এই পাইলট উদ্যোগ এখন দেশের ১৬ জেলায় সম্প্রসারণ করা হচ্ছে।
শনিবার (২৮ জুন) স্কিলফো পাইলট প্রকল্পের সফল সমাপ্তি উদযানপ করা হয়। এই প্রকল্পের... বিস্তারিত