রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোবববার (৩১ আগস্ট) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দর নগরীর দক্ষিণ-পশ্চিমে একটি বিস্ফোরণের খবর দিয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, একটি জাহাজ কাছাকাছি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর পানিতে ‘জোরে ছিটকে পড়ার শব্দ’ এবং প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনেছে। সংস্থাটি আরও জানায়, জাহাজটির সব নাবিক নিরাপদ আছেন এবং এটি পরবর্তী গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: গাজায় ইসরাইলের বর্বরতা চলছেই, একদিনে আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা
জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখলেও, ঘটনাটি লোহিত সাগরে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায়, নাবিকরা প্রচণ্ড শব্দ শোনার পর জাহাজের কাছেই অজ্ঞাত উৎস থেকে পানিতে ছিটকে পড়া কিছু লক্ষ্য করেন।
আরও পড়ুন: ইসরাইলের হামলায় প্রধানমন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করল হুতি
সংস্থাটির ধারণা, হামলাটি ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। হুতিরা ২০২৩ সাল থেকে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে, তবে ইয়ানবুর ঘটনায় তারা এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
]]>