সৌদিতে বিবিধ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজার বিদেশি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
সৌদি আরবে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজার ১৬৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, গত ১০ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দেশজুড়ে অভিযান চালানো হয়। সপ্তাহব্যাপী অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ২৩ সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

এর মধ্যে ১৪ হাজার ৫২৫ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫ হাজার ৫১১ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ১৩১ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।

 

একই সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৬৯ শতাংশ ইউথোপীয়, ৩০ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

 

আরও পড়ুন: ধুলোবালিযুক্ত আটা কুড়িয়ে নিচ্ছে ফিলিস্তিনিরা, ভিডিও ভাইরাল

 

এছাড়া ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়। ১৬ হাজার ৪৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী।

 

কর্তৃপক্ষ আরও ৮ হাজার ৬২২ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে রেফার করেছে, যেখানে ৩ হাজার ৩৯৩ জনকে তাদের ভ্রমণ বুকিং সম্পন্ন করার জন্য স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে মোট ১০,৫৮৭ জন ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

 

আরও পড়ুন: অপুষ্টির রোগীতে ভরে গেছে গাজার হাসপাতালগুলো

 

এছাড়া আইন ভঙ্গ কারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্য থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন