সৌদি লিগে যাচ্ছেন সিরি আ'র শীর্ষ গোলদাতা, লাভের ভাগ পাবে আর্জেন্টাইন ক্লাব

৪ সপ্তাহ আগে
আর্জেন্টিনায় জন্ম, ক্লাব ক্যারিয়ারের শুরুও দেশটির বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে। প্রতিভাবান এই স্ট্রাইকার জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন ইতালিকে। গত মৌসুমে সিরি আ'র সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। বলছি মাতেও রেতেগুইয়ের কথা। সম্ভাবনাময় এই স্ট্রাইকার ক্যারিয়ারের একদম শীর্ষে থাকা অবস্থায় ইউরোপ ছাড়ছেন। সৌদি লিগের কাড়িকাড়ি অর্থের টানে সিরি আ'র ক্লাব আটালান্টা ছাড়ছেন রেতেগুই।

ইতালির তারকা স্ট্রাইকার মাতেও রেতেগুই সৌদি প্রো লিগের ক্লাব আল-কাদসিয়ায় যোগ দিতে সম্মত হয়েছেন। ৭০ মিলিয়ন ইউরোর (৯৯৮ কোটি ৩৪ লাখ টাকা) বিনিময়ে আটালান্টা থেকে তাকে দলে ভেড়াচ্ছে সৌদি ক্লাবটি।


স্পোর্তইতালিয়ার সাংবাদিক মিচেল ক্রিসকিতিয়েও জানিয়েছেন, উভয় পক্ষ এরই মধ্যে চুক্তির চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। এদিকে, ফ্যাব্রিজিও রোমানো এবং মাত্তেও মোরেত্তোর দাবি, রেতেগুইকে দলে ভেড়াতে ৬৫ মিলিয়ন ইউরোর চেয়ে কিছু কম খরচ করতে হচ্ছে কাদসিয়াকে।


শেষ পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হলে রেতেগুই আটালান্টার দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি করা খেলোয়াড় হবেন। এর আগে রাসমুস হয়লুন্দকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করেছিল সিরি আ'র ক্লাবটি।


আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি, এগিয়েছে পর্তুগাল


গত সপ্তাহে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য ৫৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলে তা ফিরিয়ে দিয়েছিল আটালান্টা। ফলে নতুন করে অর্থের পরিমান বাড়িয়ে ফের প্রস্তাব দেয় সৌদি ক্লাবটি। ক্লাবটিতে যোগ দিলে প্রতি মৌসুমে ২০ মিলিয়ন ইউরো (২৮৫ কোটি ২৪ লাখ টাকা) বেতন পাবেন, যা সিরি আ'র ক্লাবটিতে পাওয়া বেতনের কয়েক গুণ বেশি।


মাত্র এক মৌসুম আগে সিরি আ'র আরেক ক্লাব জেনোয়া থেকে ২৮ মিলিয়ন ইউরোয় রেতেগুইকে দলে ভিড়িয়েছিল আটালান্টা। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির হয়ে ৩৬ ম্যাচে ২৫ গোল করে সিরি আ'র সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনায় জন্ম নেয়া এই ইতালিয়ান স্ট্রাইকার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ১০ ম্যাচে ৩ গোল করেছেন। সব মিলিয়ে ৪৯ ম্যাচে ২৮ গোল ও ৯ অ্যাসিস্ট নিয়ে মৌসুম শেষ করেন তিনি।


মাত্র দুই মৌসুম আগে আর্জেন্টিনার ক্লাব থেকে সিরি আ'য় আসা এই স্ট্রাইকার জেনোয়ার হয়ে প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ৭ গোল করেছিলেন।


মজার বিষয়, রেতেগুইকে বিক্রি করে আটালান্টা শুধু একাই লাভবান হচ্ছে না, লাভের ভাগ পাচ্ছে আর্জেন্টিনার পাঁচটি ক্লাবও। ইউরোপে পা রাখার আগে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স, এস্তুদিয়ান্তেস, তাল্লেরেস ও তিগ্রের হয়ে খেলেছেন রেতেগুই। এছাড়া তার ফুটবলে হাতেখড়ি হয় আর্জেন্টিনার আরেক বিখ্যাত ক্লাব রিভারপ্লেটে। আর এই পাঁচ ক্লাবকেই রেতেগুইকে বিক্রি করে পাওয়া অর্থের ভাগ দিতে হবে।


আরও পড়ুন: মেসির জোড়া গোলে টানা দ্বিতীয় জয় মায়ামির


আল কাদসিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে এই পাঁচ ক্লাবের মধ্যে বোকা জুনিয়র্স সবচেয়ে বেশি  লাভবান হবে। ক্লাবটির যুবদল হয়ে ২০১৮ সালে মূল দলে অভিষেক হয় রেতেগুইয়ের। তাকে বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে প্রায় এক মিলিয়ন ইউরো পাবে বোকা। একাডেমি পর্যায়ে রিভারপ্লেটের হয়েও খেলেছেন তিনি। তারাও ৩ লাখ ইউরো পাবে এই চুক্তি থেকে। এছাড়া তাকে ধারে খেলানো এস্তুদিয়ান্তেস, তাল্লেরেস ও তিগ্রে পাবে দেড় লাখ ইউরো করে।


গত মৌসুমে সৌদি প্রো লিগে প্রমোশন পাওয়ার পর পিয়েরে–এমেরিক ঔবামেয়াং, ইকুই ফার্নান্দেজ, নাচো এবং নাহিতান ফার্নান্দেজের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দেয় তারা। আরবের শীর্ষ লিগে গত মৌসুমে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়ার পাশাপাশি কিংস কাপে রানার্স আপ হয়ে চমক দেয় কাদসিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন