সোসিয়েদাদের সঙ্গে রোমাঞ্চকর ড্রয়ের পরও ফাইনালে রিয়াল

১ দিন আগে
কোপা দেল রে'র প্রথম লেগে ১-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে এক নাটকীয় ম্যাচের সাক্ষী হল সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা। নির্ধারিত ৯০ মিনিটে ৪-৩ গোলে জয় পায় সোসিয়েদাদ। যার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে এক গোল করে ম্যাচে সমতা আনে রিয়াল। আর দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট কাটে আনচেলত্তির দল।

৮০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল। তবে দলটা যখন মাদ্রিদ, তখন যেকোনো কিছুই হতে পারে। নির্ধারিত সময়ের শেষ ২০ মিনিটে তিন গোল হল। যেখানে রিয়াল দিল দুইটি এবং সোসিয়েদাদ একটি। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানে জয় পায় রিয়াল।


প্রথম লেগে এক গোলে পিছিয়ে থেকে মাঠে নামা সোসিয়েদাদ ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। ১৬তম মিনিটে ব্যারেনেটক্সিয়া গোল করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। তবে দ্বিতীয় লেগে সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও। ৩০তম মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত এক থ্রু বল পেয়ে গোল করেন এন্ড্রিক।


আরও পড়ুন: রোনালদোর মতো এমবাপ্পেও কিংবদন্তি হয়ে উঠবে: আনচেলত্তি 


দ্বিতীয় হাফে হয় নাটকীয়তা। ম্যাচের ৭২তম মিনিটে আলাবার আত্মঘাতী গোল রিয়ালের চিন্তা বাড়ায়। আর ৮০তম মিনিটে সোসিয়েদাদকে ফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে ওয়ারজাবল। তবে দ্রুতই দুই গোল শোধ দেয় রিয়াল। চার মিনিটে দুই গোল করেন বেলিংহ্যাম এবং চুয়ামেনি।


তবে শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ। নির্ধারিত সময়ের পর ৭ মিনিটে বাড়ানো হয়। তার তৃতীয় মিনিটেই সোসিয়েদাদকে চতুর্থ গোল এনে দেন সেই ওয়ারজাবল। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ১১৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ফাইনালের টিকিট পাইয়ে দেয় রুডিগার।


৪-৪ সমতায় দ্বিতীয় লেগ শেষ হয়। আর দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে কোপা দেল রে'র ফাইনালে ওঠে রিয়াল। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা অ্যাতলেটিকো মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগ শেষ হয়েছিল ৪-৪ সমতায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন