মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কুখ্যাত মৃত মোন্নাফ ডাকাতের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল নীলফামারী জেলা কমিটির ‘জিয়া মঞ্চ’-এর সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযানের সময় রকি নামে তার এক সহযোগী পালিয়ে গেলেও পরে তাকে একই ইউনিয়ন থেকে আটক করা হয়। যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে সেনাসদস্যের পরিধেয় পোশাক, চারটি দেশীয় অস্ত্র (চাকু), কয়েকটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে, যেগুলো প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নড়াইলে অনলাইন প্রতারক চক্রের সদস্যসহ ৩ যুবক আটক
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, আটক ভিসা প্রতারক সোহেল গরিব ও নিরীহ মানুষের কাছ থেকে মিথ্যা ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতো। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।