সৈকত-বাসস্টপে ধূমপান বন্ধে কঠোর আইন

৩ দিন আগে
ফ্রান্সে সমুদ্র সৈকত, বাসস্টপ বা উন্মুক্ত পার্কে এখন থেকে আর ধুমপান করা যাবে না। এই মর্মে কঠোর একটি আইন চালু করেছে দেশটির সরকার। যা রোববার (২৯ জুন) থেকেই কার্যকর হয়েছে। আইন লঙ্ঘন করলে নেয়া হবে পদক্ষেপ।

গত শনিবার (২৮ জুন) ধূমপান নিষিদ্ধ আইনের সরকারি গেজেট প্রকাশ হয়। শিশুদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বাসস্টপ, গ্রন্থাগার, সুইমিং পুল ও বিদ্যালয়ের আশপাশের এলাকাও পড়বে।

 

তবে পানশালা ও রেস্তোরাঁর বাইরে বসার জায়গায় এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ সিদ্ধান্তের কারণে তামাকবিরোধী কিছু কর্মী হতাশা প্রকাশ করেছেন। ই-সিগারেটকে নিষেধাজ্ঞার আওতায় না রাখার কারণেও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

 

বিদ্যালয়, সুইমিং পুল, গ্রন্থাগার ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষতি করতে পারে- এমন সব স্থানে ১০ মিটার ব্যাসার্ধের মধ্যেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

 

আরও পড়ুন: ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

 

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে এসব এলাকার জন্য ধূমপানের ন্যূনতম দূরত্ব নির্ধারণ করা হবে এবং স্থান চিহ্নিত করতে যে চিহ্ন ব্যবহার হবে, তা-ও জানানো হবে।

 

নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিতে ১৩৫ ইউরো (১৬০ ডলার) থেকে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে প্রথম দিকে আইনটির প্রয়োগে কিছুটা শিথিলতা দেখানো হতে পারে।

 

সরকারি হিসাব অনুযায়ী, ফ্রান্সে পরোক্ষ ধূমপানে প্রতিবছর ৩ থেকে ৫ হাজার মানুষের মৃত্যু হয়। আর প্রত্যক্ষ ধূমপানে মৃত্যু ৭৫ হাজার। সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ ফরাসি নাগরিক উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে।

 

আরও পড়ুন: ক্রিমিয়ায় রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

]]>
সম্পূর্ণ পড়ুন