বুধবার (১১ জুন) দুপুরের পর মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের বনে এ ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কমলগঞ্জের আদমপুর এলাকায়। সে ঈদের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে এসেছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, শাহিন মিয়া লাউয়াছড়া বনের ট্রেন লাইন এলাকায় তিনি ঘুরতে আসছিল। এ সময় হাতের মোবাইল দিয়ে সেলফি উঠাচ্ছিল। আকস্মিকভাবে দুপুরের কোনো এক সময় ওই লাইন দিয়ে ট্রেন আসে। এতে তিনি সেলফি তোলা অবস্থায় আতঙ্কিত হয়ে ট্রেনের নিচে পড়ে তার একটি পা দ্বিখণ্ডিত হয়ে যায়।
আরও পড়ুন: চিৎকারেও কাজ হলো না, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের
বিষয়টি আশপাশের পর্যটকদের নজরে এলে তারা পুলিশে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস বনবিভাগের লোকজন ও পুলিশ এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।