সেরা সাঁতারুর খোঁজে খুলনায় ৪৪ ইয়েস কার্ড

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় খুলনা বিভাগের তিন জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে বাছাই করা হয়েছে ৪৪ জন সাঁতারুকে।

সোমবার (১৬ জুন) বিকেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।

 

আরও পড়ুন: নতুন চক্রে ভালো শুরুর আশায় বাংলাদেশ

 

এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমটি শুরু হয় গত ১০ মে। শুরু থেকেই খুলনায় এর প্রচারে সক্রিয় ভূমিকা রাখে রেজাউল সুইমিং একাডেমি। একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলামের প্রচেষ্টায় খুলনা অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে এ ট্যালেন্ট হান্ট ঘিরে। 

 

বাছাই কার্যক্রমে ৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর বয়সী দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিভাবান সাঁতারু নির্বাচন করা হয়। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিতদের জন্য প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। 

 

আরও পড়ুন: মাকে আইসিইউতে রেখেই ইংল্যান্ডের পথে গম্ভীর

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. ফাহিম। আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. আবুল হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন