সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

১ সপ্তাহে আগে
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই নেপালকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচেও একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশের যুবারা। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে তারা। আর রানার্সআপ হয়ে সেমিতে পা রাখে নেপাল। 

 

আরও পড়ুন: তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

 

চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে। ক্রিকেট মাঠের সেই উত্তেজনা এবার ছড়িয়েছে ফুটবলেও। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। 

 

এই হারে গ্রুপ ‘বি’তে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

 

আরও পড়ুন: ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বুসকেটস

 

আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  একই দিনে আরেক সেমি-ফাইনালে সন্ধ্যা সাড়ে ৭টায় নেপালের বিপক্ষে খেলবে ভারত। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। 

 

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন