সেনাবাহিনীর দক্ষতায় প্রাণে বাঁচলেন দুই মোটরসাইকেল আরোহী

৩ সপ্তাহ আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন মোটরসাইকেলের দুই আরোহী। একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিভর্তি খালে পড়ে গেলে সেনা টহল দলের তাৎক্ষণিক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

রোববার (৮ জুন) ভোর ৪টা দিকে দুর্ঘটনার খবর পেয়ে বরিশাল ক্যাডেট কলেজ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেনা সদস্যরা পানির নিচে আটকে পড়া দুই আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

 

প্রাথমিকভাবে ঘটনাস্থলেই আহতদের সিপিআর ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাদের দ্রুত বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা সেবা পর্যাপ্ত না থাকায় পরবর্তীতে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আরও পড়ুন: বরিশালে কোস্টগার্ডকে হুমকি দেয়ায় লঞ্চ মালিকপক্ষের বিরুদ্ধে মামলা

 

সেনা সদস্যরা উদ্ধারকৃতদের সঙ্গে থেকে পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করেন এবং রোগীদের অবস্থা স্থিতিশীল হলে ক্যাম্পে ফিরে যান। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহত দুই আরোহী আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন