সেদিনও বৃষ্টি ছিল

৪ সপ্তাহ আগে
ফয়সাল মামা চায়ের কাপে চিনি ঘুঁটছেন। টং টং শব্দ। চায়ের দোকানের সবচেয়ে সুন্দর এবং সুপরিচিত শব্দ হলো কাপে চামচ দিয়ে চিনি ঘুঁটা। মামা চিনি ঘুঁটতে ঘুঁটতে নিজের মতামত প্রকাশ করে আমাদের সঙ্গে আলোচনায় শরিক হচ্ছেন। রাজনৈতিক আলোচনার এই এক মজা, আশপাশের সবাইকে শরিক হতেই হবে। আলোচনায় সায় না দেওয়া মানে মস্ত বড় অপরাধ।
সম্পূর্ণ পড়ুন