বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাঁধ সাধেনি এ যাত্রায়। কাকভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী কে ছিল না সেই মিছিলে।
তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলামোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। সহিংসতায় নিহতদের বিচার, গণগ্রেফতার বন্ধসহ ৯ দফা দাবিতে এ পদযাত্রা।
জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার- লাখো মানুষের পদচারণায় মুখর এ যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা। যা পরবর্তীতে এসে মেলে এক দফাতে। এদিন থেকেই সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে ৫৬ হাজার বর্গমাইলে।
এদিনও আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে নিহন হন ছাত্রজনতা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতে নিহত প্রায় ৭৮ শতাংশ মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন আছে বলে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। যেখানে বলা হয়, বেশির ভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে।
সংঘর্ষে ৩৩ জুলাই পর্যন্ত ২১২ জন নিহত হওয়ার তথ্য পায় প্রথম আলো। এর মধ্যে ১৭৫ জনের মৃত্যুর বিশ্লেষণ করে দেখা যায়, ১৩৭ জনের শরীরে প্রাণঘাতী গুলি ও ২২ জনের শরীরে ছররা গুলির চিহ্ন ছিল। অন্যদের মধ্যে ১০ জনের শরীরে ছিল মারধর ও আঘাতের চিহ্ন। চারজনের মৃত্যু হয় গাড়ি ও স্থাপনায় দেয়া আগুনে পুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে দুজনের।
আরও পড়ুন: ২ আগস্ট: খুলনায় ছাত্র-জনতার আগুনঝরা প্রতিরোধের দিন
এরপর ৪ আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিনে ফেসবুক আবারও সাত ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়। ছয় সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদের আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল।
আন্দোলনের সময়ের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা ছয় সমন্বয়ক যখন গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিলাম, তখন বাধ্যতামূলক একটি বিবৃতি পড়ানো হয়। তখন আমাদের মনে হয়েছিল, আমরা এখান থেকে বের হই এরপর আবার সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে।’
শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে।
]]>