তিন সতীর্থ ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। আর তাতে তিনি নাম লেখালেন অনন্য এক মাইলফলকে। ক্যারিয়ারের ১৫৭তম টেস্ট খেলতে নেমে তিনি পেয়েছেন ৩৮তম সেঞ্চুরির দেখা। যে অর্জনে তিনি লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গারার পাশে নিজের নাম লেখালেন।
২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৩৪ টেস্টে ৩৮ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। তাতে এতদিন সংস্করণটির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তিনি। এবার সমান সেঞ্চুরিতে তার সঙ্গে যোগ দিলেন রুট।
আরও পড়ুন: সর্বকালের সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিলেন শাস্ত্রী
এদিকে টেস্ট ইতিহাসে রানের হিসেবে এদিন তিন কিংবদন্তিকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন রুট। এদিন ক্রিজে নামার আগে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন রুট। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১ রান করা এ ব্যাটার চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড়ের তুলনায় ছিলেন ১৮ রান পেছনে। এদিন ৩০ রানের ঘরে পৌঁছে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলার পর ৩১ রান করে পেছনে ফেলেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে।
আর অপরাজিত থেকে ১২০ করে ছাড়িয়ে গেলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকেও। তার সামনে আছে এখন কেবল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০০ টেস্ট ম্যাচে ৫৩.৭৮ গড়ে ১৫৯২১ রান করে সবার শীর্ষে তিনি। তাকে পেছনে ফেলতে রুটকে করতে হবে আরও ২৫৪২ রান।
আরও পড়ুন: ৪১ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি
রুটের সেঞ্চুরির কল্যাণে শুক্রবার (২৫ জুলাই) ভারতের বিপক্ষে লিড তুলে নিয়েছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ভারতের তুলনায় ৭৪ রানে এগিয়ে গেছে। দলীয় সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৩২ রান। জ্যাক ক্রাউলি ৮৪, বেন ডাকেট ৯৪ আর ওলি পোপ ৭১ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে থেমেছিল ভারত।