সোমবার (২ ডিসেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২২২ দশমিক ৪০ পয়েন্টে ও ১ হাজার ১৭৪ দশমিক ৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ দশমিক ৫০ পয়েন্টে।
আরও পড়ুন: তারল্য সংকটের প্রভাব পুঁজিবাজারেও!
এ সময় ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৩৩ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৫৯ দশমিক ১৩ পয়েন্টে ও ৯৩৩ দশমিক ৮৫ পয়েন্টে।
আরও পড়ুন: ভালো কোম্পানি আনতে কর ছাড় চায় বিএসইসি, সতর্ক করলেন অর্থনীতিবিদরা
এছাড়া সিএসসিএক্স সূচক ১৩ দশমিক ৫৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৮৫৯ দশমিক ৮২ পয়েন্টে ও ১ হাজার ১০৫ দশমিক ৬৭ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক ৬৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৮৫৯ দশমিক ১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকার।
লেনদেন হওয়া ৬০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।
]]>