সূচকের উত্থানে দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৫২ কোটি

১ দিন আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৫২ কোটি টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৫৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ১৬৬ দশমিক ৫৮ পয়েন্টে।

 

আরও পড়ুন: আশার আলো দেখালেও বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার

 

আর ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮২ দশমিক ১১ পয়েন্টে।

 

এ সময় ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি।

 

এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ কোটি ৮ লাখ টাকার শেয়ার।

]]>
সম্পূর্ণ পড়ুন