ময়মনসিংহ বন্ধুসভার আয়োজনে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালায় প্রশিক্ষকের উদ্দেশে এমন নানা প্রশ্ন করে শিক্ষার্থীরা। একে একে প্রশ্নগুলোর উত্তর দেন ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট ও কনসালট্যান্ট মাহমুদা মুহসিনা। গত ২৫ আগস্ট ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।